আগামী ১৪ ফেব্রুয়ারি,২০২৫,শুক্রবার পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন।
এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এদিন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন, নফল নামাজ আদায় ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।
ইসলাম ধর্মে যে কয়টি তাৎপর্যপূর্ণ রাত রয়েছে, তার মধ্যে একটি পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। আরবী শাবান মাসের ১৪ তারিখ সূর্য ডোবার সাথে সাথে শবে বরাতের রাত শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এর মহত্ত্ব থাকে।
এ রজনীতে মহান আল্লাহতায়ালা সৃষ্টি জগতের সবার ভাগ্য নির্ধারণ করেন বলে বিশ্বাস মুসলমানদের। তাই মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসকর করেন। অনেকে দিনে নফল রোজা রাখেন।
রাসুলুল্লাহ সা. বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত (শবে বরাত)। আল্লাহ তায়ালা এ রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন। ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। (তাবারানি ১৯৪)
এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সা. বলেন, এ রাতে আল্লাহতাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন। (ইবন মাজাহ ১৩৮৯) (ডেস্ক নিউজ)