আইসিসি আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াড জমা দিতে নির্দেশ দিয়েছে । পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।
চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি শহর লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।
আটটি দল দুটি গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে অংশ নিবে। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ এ-তে। গ্রুপর অন্যরা হলো- স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে স্বাগতিক পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-
পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।
(স্পোর্টস ডেস্ক)