29.2 C
Rangpur City
Thursday, March 13, 2025
Google search engine
Homeতথ্য ও প্রযুক্তিআইসিসি চাপের মুখে আফগানিস্তানের নারী ক্রিকেট ইস্যুতে

আইসিসি চাপের মুখে আফগানিস্তানের নারী ক্রিকেট ইস্যুতে

আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের (এসিবি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কড়া ভাষায় আইসিসিকে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে, কারণ তালেবান শাসনের অধীনে নারীদের ক্রিকেট খেলার অনুমতি নেই।

৭ মার্চ,২০২৫,শুক্রবার আইসিসির সচিব জয় শাহের কাছে পাঠানো এক চিঠিতে হিউম্যান রাইটস ওয়াচ কড়া অবস্থান নেয়। আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আহ্বান জানাচ্ছি যে, তালেবান শাসিত আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বরখাস্ত করা হোক যতক্ষণ না পর্যন্ত নারীরা পুনরায় শিক্ষা ও খেলাধুলার সুযোগ পায়।’—চিঠিতে জানানো হয়। হিউম্যান রাইটস ওয়াচ আইসিসির জন্য জাতিসংঘের মানবাধিকার নীতিমালার ভিত্তিতে একটি আনুষ্ঠানিক নীতি প্রণয়নেরও দাবি জানিয়েছে।

এই দাবির সময়টাও তাৎপর্যপূর্ণ, কারণ এটি এসেছে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ঠিক আগে। হিউম্যান রাইটস ওয়াচ-এর গ্লোবাল ইনিশিয়েটিভস ডিরেক্টর মিনকি ওয়ার্ডেন মনে করিয়ে দিয়েছেন, লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর তালেবানের এই নিষেধাজ্ঞা অলিম্পিক চার্টারের স্পষ্ট লঙ্ঘন। ‘অলিম্পিক চার্টার অনুযায়ী, ‘খেলাধুলার সুযোগ পাওয়া প্রতিটি মানুষের অধিকার।’ কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে, যা অলিম্পিক নীতির পরিপন্থী। এই পরিস্থিতিতে আইসিসির উচিত নারীদের প্রতি বৈষম্য দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা,’—ওয়ার্ডেন জানান।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের সব ধরনের অধিকার খর্ব করা হয়েছে, যার মধ্যে খেলাধুলা অন্যতম। আফগান নারী ক্রিকেটারদের অনেকেই অস্ট্রেলিয়ায় গোপনে বসবাস করছেন। হিউম্যান রাইটস ওয়াচ চিঠিতে অতীতের নজিরও উল্লেখ করেছে। ১৯৯৯ সালে তালেবানের শাসনকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) আফগানিস্তানের জাতীয় অলিম্পিক কমিটিকে নিষিদ্ধ করেছিল।

‘সেই সময় বিশ্ব মানবাধিকারের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিল। তাহলে ক্রিকেটের ক্ষেত্রে এখন এত নীরবতা কেন?’—চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে।
আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে হিউম্যান রাইটস ওয়াচ এর চিঠির জবাব দেয়নি। তবে জয় শাহ সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন-‘আমরা আফগান নারীদের ক্রিকেট নিয়ে চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন।

২০২৮ অলিম্পিক সামনে রেখে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য