কিছুদিন আগেই ভারতীয় পেসার হর্ষিত রানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আচরণবিধি লংঘনের জন্য । একই কারণে এবার শাস্তি দেওয়া হলো পাকিস্তানি ওপেনার ফখর জামানকে।
জিও সুপারের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উচিত নয়, এমন আচরণের জন্য ফখরকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের কারণে তার শাস্তি নির্ধারণ করা হয়।
আইসিসির প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের জন্য দেওয়া আচরণবিধির ২.৮ ধারার আওতায় ফখরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ বা আপত্তি জানানোর কারণে এমন দোষী করা হয়। এর পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে যা তার প্রথম অপরাধ। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে। আউট হওয়ার পর মাঠের আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ তর্কে জড়িয়ে পড়েন ফখর। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রিয়ন কিং বাঁহাতি এই ব্যাটারকে শাস্তির প্রস্তাব দেন। অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি তার বিরুদ্ধে অভিযোগ আনেন। জামান অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
লেভেল-১ অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট।
(স্পোর্টস ডেক্স)






