27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeখেলাধুলাআইপিএলে নতুন নিয়ম যুক্ত হতে যাচ্ছে

আইপিএলে নতুন নিয়ম যুক্ত হতে যাচ্ছে

মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৮তম আসর আগামী ২২ মার্চ । এই আসরকে সামনে রেখে দলগুলোর জন্য বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই।

আইপিএল ম্যাচের দিনে কোনো ফ্র্যাঞ্চাইজি দল অনুশীলন করতে পারবে না। স্টেডিয়াম ব্যবহারের নতুন নিয়ম: কোনো আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ বা সেলিব্রেটি টুর্নামেন্টের জন্য আইপিএলের মাঠগুলো ব্যবহার করা যাবে না। অনুশীলনের সুযোগ-সুবিধা প্রতিটি দলকে অনুশীলনের জন্য দুটি নেট দেয়া হবে। অতিরিক্ত একটি নেট সাইড উইকেটে রেঞ্জ হিটিংয়ের জন্য বরাদ্দ থাকবে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যদি দুই দল একসঙ্গে অনুশীলন করে, তবে উভয় দলের জন্য একই সময়ে রেঞ্জ হিটিংয়ের ব্যবস্থা থাকবে।
কোনো ওপেন নেট প্র্যাকটিসের সুযোগ থাকছে না।
যদি কোনো দল আগেই অনুশীলন শেষ করে, তবে অন্য দল সেই একই উইকেটে অনুশীলন করতে পারবে না।

এই নতুন নিয়মগুলো আইপিএলের প্রস্তুতি ও মাঠ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

প্রথম ম্যাচের আগে দলগুলো স্টেডিয়ামে ৩ ঘণ্টা সময় নিয়ে মোট ৭টি অনুশীলন সেশন করতে পারবে।সব অনুশীলন সেশন ফ্লাডলাইটের আলোতে হবে। এর মধ্যে দুটি সেশন প্র্যাকটিস ম্যাচ হতে পারে, তবে ম্যাচের দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩০ মিনিটের বেশি হতে পারবে না।

প্রথম হোম ম্যাচের চার দিন আগে থেকে মূল পিচের আশপাশে কোনো অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ খেলা যাবে না।।পাশের উইকেট রেঞ্জ হিটিংয়ের জন্য ব্যবহার করা যাবে, তবে এর জন্য লিখিত অনুমতি লাগবে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য