নিজস্ব প্রতিনিধি :
শুক্রবার ২২/০৭/২০২২ বিকেল ৪ টায় শিল্পধারা’র আলমনগর পীরপুর কার্যালয়ে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর বিভাগীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন (আসফ) এর সহ-সভাপতি মোঃ হারুন-অর -রশিদ কাউন্সিলর ২৭ নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, রংপুর। আসফ এর রংপুর বিভাগীয় কমিটির পরিচিতি সভায় বিভিন্ন জেলা থেকে আগতদের পরিচয় করিয়ে দেন আসফ এর রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো :আব্দুর রহমান (রেজু)। সহ – সভাপতি মোছা: রেখা রহমান, সহ – সভাপতি মো: আব্দুল বারি, সহ -সাধারণ সম্পাদক মো:মোকছেদুল আলম, সহ-সাধারন সম্পাদক মো:আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক, আবু রায়হান রানা, সহ- সাংগঠনিক সম্পাদক, নিলয় কান্তি অধিকারী, আইন সম্পাদক, মো:শহিদুল ইসলাম, সহ- আইন সম্পাদক, আহসান হাবিব পাভেল, সংবাদ বিষয়ক সম্পাদক, মো: রফিকুল ইসলাম (লিখু)।
কোষাধ্যক্ষ, মো:মহিদুল ইসলাম, শিশু মহিলা সম্পাদক,মোছা:হাসিনা মমতাজ।সমাজ সেবা সম্পাদক, মোছা: নুরে রুবাইয়াত, তদন্ত বিযয়ক সম্পাদক, মোছা : পিংকি খাতুন, দপ্তর সম্পাদক, মো:আউয়াল দাউদ, ক্রীড়া সম্পাদক, মোছা : পারুল বেগম, প্রচার সম্পাদক, মো:সোহেন রানা।
সমন্বয় কারী-গোলাম ফারুক, মো:সাজেদুল করিম, মো: ইউনুছ কবির
কার্যনির্বাহী সদস্য, সুলতান মারজান,মো:মিল্লাত হাসান, নুরুন্নবী সিদ্দিকী, মো:শফিকুল ইসলাম, রফিক উদ্দিন,তানজিন আক্তার পাপড়ি। পরিচিতি পর্ব শেষে আন্তজার্তিক মানবাধিকার আইনের ধারা সকল সদস্যদের মাঝে উপস্থাপন করেন মো :আব্দুর রহমান (রেজু),সাধারণ সম্পাদক,
আসফ,বিভাগীয় কমিটি রংপুর।