আগামী ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা।
সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৬টায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়।
অজিদের এই ১৫ সদস্যের দলে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। দল নির্বাচনে বেশ বৈচিত্র দেখিয়েছে অজি বোর্ড।
এবারের দল অন্যবারের থেকে একটু আলাদা, কারণ অনেক বেশি অলরাউন্ডার রয়েছে এই স্কোয়াডে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, হোস ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
(স্পোর্টস ডেস্ক)