27.2 C
Rangpur City
Friday, March 14, 2025
Google search engine
Homeবিনোদন ও লাইফস্টাইলঅমিতাভ এর টুইটবার্তায় ভক্তদের দ্বিধা !

অমিতাভ এর টুইটবার্তায় ভক্তদের দ্বিধা !

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আবারও এক টুইট বার্তায় টুইস্ট রেখেছেন বিগ বি। শুক্রবার অমিতাভ বচ্চন লিখেছেন, ‘গিয়েছিলাম এবং ফিরে এসেছি।’ এই টুইটেও ভক্তদের অনেক মন্তব্য দেখা যাচ্ছে। ফিরে আসায় অভিনেতার প্রতি শুভকামনাও জানাতে দেখা গেছে অনেককে।

তাদের আশা, ‘আরো দীর্ঘ সময় থাকুন অমিতজি।’
বলিউডের অন্যতম স্তম্ভ হিসেবে খ্যাত অমিতাভ বচ্চনের বয়স ৮০ বছর। যদিও তাঁর কাজ ও সিনেমা জগতে নিজের নিবেদনে ভাটা পড়েনি বিন্দুমাত্র। একাধিক প্রোজেক্ট এখনো তাঁর হাতে। বর্তমানে যদিও কেবিসি নিয়ে ব্যস্ত তিনি। এরপর ‘আঁখে ২’, ‘দ্য ইন্টার্ন’, ‘ককটেল ২’ এবং ‘হাসমুখ পিগ গায়ে’ সিনেমায় দেখা মিলবে এই বর্ষীয়ান অভিনেতার। এ ছাড়া বিগ বাজেটের ‘কল্কি ২’ এবং ‘ব্রহ্মাস্ত্র ২’-তেও হাজির হবেন অমিতাভ।

হঠাৎ করেই রুপালি জগত থেকে অবসরের গুঞ্জন উঠেছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। বর্ষীয়ান এ অভিনেতার টুইট ঘিরে দ্বিধাবিভক্ত ভক্তকুল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে (টুইটার) একটি অদ্ভুত পোস্ট শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন। টুইটে তিনি লেখেন, ‘যাওয়ার সময় হয়েছে’। পোস্টটি বেশ সাড়া ফেলে অনুরাগীদের মাঝে। তার অবসরের গুঞ্জন ওঠে শোবিজ অঙ্গনে।

এবার ফের এ রকমই কথা শোনা গেল তার মুখে। শুক্রবার রাতেও সেই এ রকমই ইঙ্গিত করলেন বিগ বি। অমিতাভের পোস্টে কপালে ভাঁজ পড়েছে অনেকেরই। সত্যি কি বিনোদন জগত থকে সরে যেতে চলেছেন বিগ বি? আসলে এবারও টুইস্ট রেখেই পোস্ট করলেন অমিতাভ। বেশ টুইস্ট রেখেই নিজের টুইট বার্তাগুলো করার প্রবণতা দেখা যায় বিগ বির মাঝে। যেগুলো বেশ সাড়া ফেলে দেয় তার ভক্তকুলের মাঝে।

এর আগে অমিতাভ টুইট করে লিখেছিলেন, ‘যাওয়ার সময় হলো’। সেই টুইট নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে পরবর্তী সময়ে জানা যায়, কাজে যাওয়ার প্রসঙ্গেই সেটি করেছিলেন অমিতাভ। এরপর বিগ বি লেখেন, ‘যাব কি যাব না?’ অমিতাভের সেই পোস্টেও ভক্তদের প্রচুর মন্তব্য লক্ষ করা গেছে। একজন লিখেছেন, ‘একবার জয়াজিকে প্রশ্ন করুন।

আরেকজন লিখেছেন, ‘স্যার এখন যাবেন না ছেড়ে’। অন্যজনের মন্তব্য, ‘আপনি কি সত্যিই সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন?’ কেউ লিখেছেন, “আমার তো মনে হয় কেবিসি’র সিজন শেষ হচ্ছে।” (বিনোদন ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য