আজ ১৭ জানুয়ারি’২৫, শুক্রবার বিকেল ৪ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২৩৭৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু- এর সভাপতিত্বে টাউন হল চত্বরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ আব্দুল্লাহ আল তাহির- এর পিতা আব্দুর রহমান ও ডাঃ নওশাদুজ্জামান হীরা।
অনুষ্ঠানে রায়হান আহমেদ রিমন- এর উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠে অংশগ্রহণ করেন তৈয়বুর রহমান বাবু, মাহবুবুল ইসলাম, জোসেফ আখতার, হাই হাফিজ, একরাম হোসেন এলিজ, জাহিদ হোসেন, ফারহান শাহীল লিয়ন, এস এম শহীদুল আলম, ধ্রুবক রাজ, শাহ আলম, রেজাউল করিম জীবন, আল- আমিন, মাসুম মোরশেদ, হাফিজ রেদোয়ান, মুমিনুল ইসলাম পথিক, রায়হান আহমেদ রিমন, শিপুন আখতার, মুরাদুজ্জামান হাবীব প্রমুখ। আবৃত্তিতে অংশগ্রহণ করেন আবৃত্তিকার আব্দুল কুদ্দুস।
পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন কবি ও গীতিকার জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী রওশন আরা সোহেলী ও ফারহান শাহীল লিয়ন প্রমুখ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।