৪ এপ্রিল’২৫, শুক্রবার বিকেল ৪ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২৩৮৪ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি তৈয়বুর রহমান বাবু – এর সভাপতিত্বে টাউন হল চত্বরস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি ও গীতিকার মাসুম মোরশেদ – এর উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তৈয়বুর রহমান বাবু, বাদল রহমান, হাই হাফিজ, একরাম হোসেন এলিজ, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, সূফী জাহিদ হোসেন, সালমা হোসেন পপি, লীনা রহমান, খেয়ালী মোস্তফা, মাসুম মোরশেদ, দিলরুবা বেগম, সেকেন্দার আলী, রীতা বেগম প্রমুখ । আসরে পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন জাহিদ হোসেন। অভিযাত্রিকের সদস্য/শুভার্থীগণ একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য যে, আসর শেষে আগামী ৫ মে অভিযাত্রিকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করা হবে মর্মে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।