বর্তমানে সালমান খান ও রাশমিকা মান্দানা ‘সিকান্দার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন । এর মাঝেই অভিনেত্রী শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট পান । এই ঘটনার পর বিমানবন্দরে দেখা যায় তাকে।
রাশমিকা নিজের পায়ে ভর দিয়ে ভালোভাবে হাঁটতেও পারছেন না। একইসঙ্গে বিপাকে রয়েছেন তিনি সিনেমার শুটিং নিয়ে । এমন সময় অভিনেত্রীর মুখ থেকে শোনা গেল, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা।
সম্প্রতি অভিনেত্রী’র আসন্ন সিনেমা ‘ছাভা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে এ কথা বলেন রাশমিকা। সিনেমায় মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় ভীষণ আনন্দিত অভিনেত্রী। অভিনেত্রী জানালেন-এই চরিত্রটি করার পর অভিনয় থেকে অবসর নিয়ে ফেললেও কোনো আপত্তি নেই তার।
ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে ‘ছাভা’র ট্রেলার। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
‘ছাভা’ সিনেমায় রাশমিকা ছাড়া আরও অভিনয় করেছেন, ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত।
অভিনেত্রী বলেন- ‘ছাভা’র কাজ শেষ হলে অবসর নিতে প্রস্তুত আমি। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই। তবে ট্রেলারটি দেখার পর অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি আমি।
(বিনোদন ডেস্ক