24.1 C
Rangpur City
Monday, October 13, 2025
Google search engine
Homeখেলাধুলাঅনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ

অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ মার্চ, দোহা’র লুসাইল স্টেডিয়ামে।

ফিফা সূত্রে জানা গেছে- বহু প্রতীক্ষিত এই ম্যাচ আয়োজনের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। সময়সূচির জটিলতার কারণে ম্যাচটি দীর্ঘদিন ধরেই পিছিয়ে ছিল, তবে এবার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোর সময়কে সামনে রেখে ফিফা সব প্রস্তুতি সম্পন্ন করছে।

সম্ভাব্য ভেন্যু হিসেবে মায়ামি, রিয়াদসহ কয়েকটি শহরের নাম শোনা গেলেও বর্তমানে সবচেয়ে এগিয়ে কাতারের দোহা। এর কয়েকটি কারণ হলো দুই দেশের ভৌগোলিক মধ্যবর্তী অবস্থান, অনুকূল আবহাওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রধান আবাসস্থল দোহা।

যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তাহলে ২০২২ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক ভেন্যু লুসাইল স্টেডিয়াম আবারও বড় মঞ্চের সাক্ষী হতে যাচ্ছে।

ফিফা জানিয়েছে, ওই সময়ে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নির্ধারিত থাকবে না, যাতে এই ফিনালিসিমা ম্যাচটি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ফলে ২৮ মার্চ শনিবারের দিনটি ফুটবলপ্রেমীদের জন্য পরিণত হতে পারে এক বিশেষ দিনে, যেদিন লুসাইল আবারও ইতিহাস রচনার সাক্ষী হবে।
প্রসঙ্গত, আর্জেন্টিনা ২০২৪ সালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

ম্যাচের ১১২তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ইউরোপ সেরার টুর্নামেন্ট ইউরো কাপের ফাইনালে স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা ঘরে তোলে। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য