20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবরঅনিয়ন্ত্রিত চালের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের যৌথ উদ্যোগ

অনিয়ন্ত্রিত চালের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের যৌথ উদ্যোগ

মো:আহসান উল হক,রংপুর জেলা প্রতিনিধি –

২৩ আগস্ট,মঙ্গলবার সকালে রংপুর নগরী ও পীরগাছা উপজেলার বিভিন্ন স্থানে বাজার অভিযান শুরু করে রংপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বাধীন টিম ধাপ এলাকায় চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় দু’টি প্রতিষ্ঠানে ১০০০ টাকা জরিমানা করেন ঐ অভিযানে সহায়তা করে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আরিফ মিয়া।

এদিকে নগরীর সিটি বাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বাধীন টিম। সেখানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করায় তিনটি প্রতিষ্ঠানে ৬৮০০ টাকা জরিমানা করেন ঐ দপ্তরের সহকারী পরিচালক মো:বোরহান উদ্দিন। এতে সহায়তা করে খাদ্য অধিদপ্তর ও ক্যাব রংপুর।

ওদিকে পীরগাছা উপজেলার অন্নদানগর সহ বিভিন্ন এলাকায় চালের মূল্য তালিকা প্রদর্শন না করা সহ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য ডিসপ্লেতে প্রদর্শনের অপরাধে তিনটি প্রতিষ্ঠানে মোট ৪৫০০ টাকা জরিমানা করেন ঐ টিমের নেতৃত্বে থাকা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন। এ সময় তাকে সহায়তা করেন খাদ্য অধিদপ্তরের এক জন খাদ্য পরিদর্শক।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য