৮ই মার্চ,২০২২,মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস ।প্রতি বছরের ন্যায় সারা বিশ্বে পালিত হলো ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সাধারণ সম্মান-শ্রদ্ধা আর্থিক, রাজনৈতিক,সামাজিক,
সাংস্কৃতিক বিষয়গুলো গুরুত্ব দেওয়ার জন্য উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সমাজ-রাষ্ট্র গড়তে পুরুষ যেমন ভূমিকা রাখে,তেমনি নারীরও ভূমিকা অনস্বীকার্য ; তাই নারীর অধিকার রক্ষার্থে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হয়।
১৮৫৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় আন্দোলনে নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদে – মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা।
২৮ ফেব্রুয়ারি,১৯০৯ খ্রিস্টাব্দে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠন আয়োজিত নারী সমাবেশে- জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেন হেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ক্লারা প্রতি বছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন।
রাশিয়াতে ১৯১৭ সাল থেকে ৮ই মার্চ দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের আগে থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। পরে ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেব স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনে বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। সেই থেকে সারা বিশ্বে প্রতিবছর পালিত হচ্ছে নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয়ে আন্তর্জাতিক নারী দিবস।
(সংগৃহীত)
Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
Мы предлагаем:сервисные центры в москве
Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!