20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeশিক্ষা৪৭তম বিসিএসের আবেদন শুরু কবে?

৪৭তম বিসিএসের আবেদন শুরু কবে?

৪৭তম বিসিএসের আবেদন শুরু আগামী ২৯ ডিসেম্বর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। এর আগে এদিন সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু সংক্রান্ত একটি সভা হয় কমিশনের।

সভায় ৪৭তম বিসিএসের আবেদনের যে সিদ্ধান্ত গৃহীত হয়- ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর স্থগিত হওয়া অনলাইন আবেদন ফের শুরুর কথা জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫ ইং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এতে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

গত ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের জন্য আবেদন শুরুর কথা থাকলেও তা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করে পিএসসি। গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আর শেষ সময় ছিল আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কিন্তু আবেদন শুরুর আগের দিন স্থগিত করা হয় এ প্রক্রিয়া।
(ডেস্ক নিউজ)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য