31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeব্যবসা-বাণিজ্য২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বি.মা. ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে...

২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বি.মা. ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে -বাণিজ্যমন্ত্রী

২৩ ফেব্রুয়ারি, ২০২২
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেন। বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

এজন্য এ সেক্টরের উন্নয়নে করনীয় নির্ধারণ করে অগ্রাধীকার ভিত্তিতে কাজ করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, আইসিটি খাতের শিল্প কারখানার উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, এদের কাজে লাগাতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি খাতের দক্ষজন শক্তি তৈরী করতে প্রকল্প বাস্তবায়ন করছে।

বাণিজ্যমন্ত্রী ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস(বেসিস) এর নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

আগত প্রতিনিধি দলে ছিলেন, বেসিসের সিনিয়র সহ-সভাপতি সামিরা জুবেরি হিমিকা, সহ-সভাপতি আবু দাউদ খান এবং সহ-সভাপতি ফাহিম হাসান।

পরে বাণিজ্যমন্ত্রী তাঁর অফিস কক্ষে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করে।

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য