২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ইতোমধ্যে দুই প্রতিবেশীর লড়াই নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। ভারত যেখানে ১২৬তম, সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৫তম। র্যাঙ্কিংয়ে ব্যবধান ৫৯ হলেও ফুটবলের সবুজ গালিচায় দু’দলের লড়াইয়ে সব সময় উত্তাপ ছড়ায়।
এরই মধ্যে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও সহসভাপতি ফাহাদ করিম। সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বাংলাদেশ-ভারত ম্যাচ ছাড়াও ফুটবলে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং ক্রীড়ায় সহযোগিতার বিষয়টি উঠে এসেছে।
২০১৩ সাল থেকে ভারত আয়োজন করে আসছে ইন্ডিয়ান সুপার লিগ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের জনপ্রিয়তা দেশটিতে বেশি। অনেক নামি-দামি তারকা ফুটবলারের সঙ্গে কোচকেও ডাগআউটে দাঁড়াতে দেখা গেছে। কয়েক বছর আগে এমন লিগ আয়োজনের উদ্যোগ নিলেও স্বার্থের দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত সেটা চালু করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সোমবার বাফুফের দুই কর্মকর্তাকে আইএসএলের জনপ্রিয়তা তুলে ধরেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি আমাদের সঙ্গে অনেক সময় কথা বলেছেন। তাদের দেশে ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে, সেটা কীভাবে করছে, এই বিষয়গুলো প্রয়োজনে আমরা যেন জানতে পারি, সেই কথাও বলেছেন। একই সঙ্গে ভারতে স্পোর্টস মেডিসিন খুবই ভালো। আমরা চাইলে এই বিভাগে তারা সহযোগিতা করবে। পাশাপাশি আমাদের নারী ফুটবলের প্রশংসা করেছেন তিনি। ভারতের মেয়েদের লিগে বাংলাদেশের ফুটবলারদের খেলার বিষয়টি আলোচনায় এসেছে। সবকিছু মিলিয়ে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। ফুটবলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন করে উন্নয়নের কথা আলোচনায় এসেছে। এর বাইরে দুই দেশের সীমান্তভিত্তিক ফুটবল খেলা আয়োজনের কথাও উঠেছে’– এভাবেই আলোচনার বিষয়গুলো তুলে ধরেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম।
ভারত ম্যাচের প্রস্তুতির জন্য ৫ মার্চ সৌদি আরবে যাবে জাতীয় ফুটবল দল। সেখানে অনুশীলন করে ১৮ তারিখে ঢাকায় ফেরার কথা দলটির। ২০ কিংবা ২১ মার্চ ভারতে যাবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সৌদি আরব যাওয়ার আগেই বাফুফে থেকে পুরো দলের জন্য ভারতের ভিসার আবেদন করা হয়। আশার কথা সব ফুটবলারের ভিসা হয়ে গেছে।
(স্পোর্টস ডেস্ক)