19.4 C
Rangpur City
Saturday, November 22, 2025
Google search engine
Homeখেলাধুলাসাদিও মানে বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ

সাদিও মানে বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ

সেনেগালের তারকা ফুটবলার এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। ২০২৩ সালেই ইউরোপের পাট চুকিয়ে ফেলেছেন সাদিও মানে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশিদের সঙ্গে কাটানো এক দারুণ মুহূর্তের আবেগঘন স্মৃতি নিয়ে
কথা বলেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সাবেক ইংলিশ সেন্টার-ব্যাক ও টেলিভিশন উপস্থাপক রিও ফার্দিনান্দকে দেয়া এক সাক্ষাৎকারে মানে জানান, সৌদিতে থাকার সময় দারুণ সব মানুষের সঙ্গে তার দেখা হয়েছে। সাবেক লিভারপুল তারকা বলেন, ‘সত্যি বলতে, আমি খুব অবাক হয়েছিলাম। এখানে মানুষজন অবিশ্বাস্য রকমের আন্তরিক।’
রমজান মাসের একদিনের ঘটনার কথা স্মরণ করে মানে বলেন, ‘আমি একদিন হাঁটছিলাম। হঠাৎ বাংলাদেশের কয়েকজন রাস্তার ধারে আমাকে ইফতারের আমন্ত্রণ জানান। মজা করে বললাম, ‘আপনারা তো আমাকে চিনেন না! আমি কিভাবে বসি।’ তারা এর পরও আমাকে সমস্যা নেই বলে আমন্ত্রণ জানান।’
মানেকে তখন উপস্থাপক প্রশ্ন করেন, ‘তারা কি জানত তুমি সাদিও মানে, তাই ডেকেছিল?’ উত্তরে মানে জানান, ‘তারা জানতেন না আমি কে। তাদের এমন মন, ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা, একসঙ্গে থাকার সংস্কৃতি এসব সত্যিই আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

(স্পোর্টস ডেক্স)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য