নাজমুল মন্ডল শ্রীপুরঃ
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন (২০২২) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোঃ শহিদুল ইসলাম সরকার সভাপতি ও মোঃ কামাল হোসেন মড়ল সাধারণ সম্পাদক এবং মোঃ ওসমান গনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
মাওনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান শওকতের সভাপতিত্বে মাওনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন মাষ্টার, শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ জয়নাল আবেদিন রানা, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আইনুল হাসান, গাজীপুর জেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, গাজীপুর জেলা কৃষকলীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোঃ সোহেল মাতবর, গাজীপুর জেলা কৃষকলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও
পৌর কৃষক লীগের সভাপতি মোঃ সাইফুল কবির, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হালিম রতন।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল পারভেজ,বরমী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কাওরাইদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ রউফ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে শ্রীপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ জয়নাল আবেদিন রানা মাওনা ইউনিয়ন কৃষকলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন প্রার্থীদের নাম প্রস্তাব নেন, সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাওনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সরকার নির্বাচিত হন ও মোঃ কামাল হোসেন মড়ল সাধারণ সম্পাদক এবং মোঃ ওসমান গনিকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
Современный автопортал https://automobile.kyiv.ua свежие новости, сравнительные обзоры, тесты, автострахование и обслуживание. Полезная информация для водителей и покупателей.
Строительный сайт https://vitamax.dp.ua с полезными материалами о ремонте, дизайне и современных технологиях. Обзоры стройматериалов, инструкции по монтажу, проекты домов и советы экспертов.