দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবিই । যার দরুণ কবে ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি আসবে, তা নিয়ে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা।
‘২ অক্টোবর কো ক্যায়া হুয়া থা?’ সিনেপ্রেমীদের কাছে এই সংলাপ খুব চেনা। আর তাই ছবি মুক্তি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে ২ অক্টোবর তারিখকে বরাবরই গুরুত্ব দেওয়া হয়েছে।
শোনা যাচ্ছে, সেই চিরাচরিত নিয়ম মেনে আগামী ২ অক্টোবরেই নাকি শুরু হবে ‘দৃশ্যম ৩’-এর শুটিং। শুটিং হবে মহারাষ্ট্রের বিভিন্ন লোকেশনে।
অজয় দেবগণ ছাড়াও ছবিতে থাকবেন শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, টাবু, রজত কাপুর প্রমুখ।
জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটির শুটিং হবে প্রায় তিন মাস ধরে। লম্বা শিডিউলে চলবে ছবির শুটিং।
তবে শুধু ছবির শুটিংয়ের ক্ষেত্রেই নয়, ছবি মুক্তির ক্ষেত্রেও কিন্তু সেই ২ অক্টোবর তারিখকেই বরাবরের মতো প্রাধান্য দেওয়া হয়েছে।
আর তাই সেই ধারাবাহিকতা বজায় রেখেই আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগণের এই ছবি। (বিনোদন ডেস্ক)