২০আগস্ট,শুক্রবার সারা দেশের মতো রংপুরেও পালিত হচ্ছে পবিত্র আশুরা। সারা বিশ্বে মুসলমান জাতির জন্য ১০ মুহররম গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। দিনটি পবিত্র আশুরা নামে পরিচিত। মুহররম হিজরি সনের আরবি পবিত্রতম প্রথম মাস। আরবি মুহররম শব্দটির অর্থ পবিত্র, সম্মানিত।
মুহররমের দশম দিনটি অশুরা হিসেবে পালিত হয়, এই দিন ইমাম হোসাইনের মৃত্যুর শোক পালন করা হয়। ইমাম হোসাইন ছিলেন হযরত মুহাম্মদ (সা:) এঁর দৌহিত্র হযরত আলী (রা:) এঁর পুত্র। ৬৮০ খ্রিষ্টপূর্বে (হিজরি ৬১ সনের ১০ মুহররম) সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহিদ হন।
সারা বিশ্বে মুসলমান জাতির কাছে এই দিনটি ত্যাগ ও শোকের দিন। বিশ্বে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করে থাকেন।
তবে মহামারী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সরকারি নির্দেশ অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা বন্ধ থাকে।এই দিনটি উপলক্ষে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সাওম পালন,ইবাদত ও দোয়া মাহফিলের আয়োজন করেন।