26.8 C
Rangpur City
Tuesday, July 8, 2025
Google search engine
Homeখেলাধুলালিভারপুলের ‘মিসরীয় রাজা’ যিনি

লিভারপুলের ‘মিসরীয় রাজা’ যিনি

মোহাম্মদ সালাহ ২০২৪-২৫ মৌসুমে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে দলকে এনে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।

সালাহর সবচেয়ে বড় শক্তি ফুটবল মাঠেই। বয়স বাড়লেও তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এবং লিভারপুলের ইতিহাসে, তিনি ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের কাতারে।

মোহাম্মদ সালাহ লিভারপুলে এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন । ৩২ বছর বয়সী এই মিসরীয় ফরোয়ার্ড চলতি মৌসুমে এ পর্যন্ত ২৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮টি গোল—মোট ৪৬টি গোলে অবদান তার। যা এক মৌসুমে (৩৮ ম্যাচের ফরম্যাটে) প্রিমিয়ার লিগের নতুন রেকর্ড।

লিগ শেষ হতে আরো ৪ ম্যাচ থাকায় অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ৪৭ গোলে অবদানের রেকর্ডও যে ভাঙতে চলেছে, তা বলাই যায়।
১৮৫টি প্রিমিয়ার লিগ গোল করে সালাহ এখন পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই এখন সবার ওপরে, ছাড়িয়ে গেছেন সার্জিও আগুয়েরোকে (১৮৪)। শীর্ষ দশে আছেন অ্যাসিস্টের তালিকায়ও।

রবিবার টটেনহ্যামের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লিভারপুল স্পর্শ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০টি লিগ শিরোপার রেকর্ড। আর সেই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল সালাহর, যিনি শুধু এই মৌসুমেই নন—গত আট বছর ধরে অ্যানফিল্ডের রাজা হয়ে আছেন এই মিসরীয়।

২০১৯ সালে টাইম ম্যাগাজিন সালাহকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেয়
ক্রীড়াক্ষেত্র ছাড়াও সমাজ সচেতনতায় ভূমিকা রেখেছেন সালাহ। নারী অধিকারের পক্ষে কথা বলা হোক কিংবা গাজার জন্য মানবিক সহায়তার আবেদন—সালাহ সব সময় ছিলেন সংবেদনশীল ও সাহসী কণ্ঠ। (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য