ফিফা বিশ্বকাপ-২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর মাঠে গড়াবে । লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। এবার তাদের সঙ্গে যোগ দিলো উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে।
দক্ষিণ আমেরিকার ফুটবল মানচিত্রে তাই নতুনভাবে উঁকি দিল মহাদেশীয় শ্রেষ্ঠত্ব আর বিশ্বকাপ স্বপ্নের মেলবন্ধন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঘরের মাঠ মন্তেভিদিওর এস্তাদিও সেন্টেনারিওতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে কেবল একটি ড্র-ই যথেষ্ট ছিল উরুগুয়ের। তবে পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয়ের আনন্দে দ্বিগুণ উৎসব করে তারা। রদ্রিগো আগুইরে ১৪ মিনিটে হেডে প্রথম গোল দেন, ৫৯ মিনিটে জর্জিয়ান দে আরাসকেতা ব্যবধান বাড়ান, আর শেষ দিকে ফেদেরিকো ভিনিয়াস গোল করলে নিশ্চিত হয় উরুগুয়ের উল্লাস।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৭ জয়, ৬ ড্র ও ৪ হারে ২৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের তৃতীয় স্থানে উঠে এসেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। তাদের কোচ মার্সেলো বিয়েলসা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াবেন।
দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে কলম্বিয়া। প্রথমে দলকে এগিয়ে দেন অভিজ্ঞ হামেস রদ্রিগেস। এরপর জন কর্দোবা ও হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর গোল নিশ্চিত করে জয়।
অন্যদিকে, নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঘরের মাঠে ইতোমধ্যেই যোগ্যতা অর্জন করা ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেই নিশ্চিত হয় তাদের টিকিট। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
(স্পোর্টস ডেস্ক)