৯ জুলাই ২০২১ শুক্রবার রংপুর নগরী ও রংপুরের সকল উপজেলায় লকডাউন নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব , আনসার সদস্যগণ অভিযানে সহযোগিতা করেন।
এসময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতকরণে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহবান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানায় শুক্রবার রংপুর জেলায় ৪১ টি মামলায় ১৫,৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।