নিজস্ব প্রতিনিধিঃ
২৮ জুলাই,বুধবার ২০২১ করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ এর ষষ্ঠ দিনে দেখা যায় রংপুরে কঠোর বিধি – নিষেধ। বুধবার রংপুর লাগবাগ হাটবার হলেও লক্ষ্য করা যায় গরু-ছাগলের হাটে নেই কোন ক্রেতা ও বিক্রেতা। জনসমাগম সীমিত,সড়কে নেই যানজট,প্রশাসনের গাড়িতে করে টহল অব্যাহত।
লোকজনকে নগরীর সড়কে প্রয়োজন ছাড়া বের হতে দেখা যায় না। মহাসড়ক ফাঁকা থাকতে দেখা যায়। প্রয়োজনে সড়কে চলছে মালবাহী ট্রাক ও পিকআপ। দূর পাল্লার বাস বন্ধ ও সড়কে চলছে কিছু সংখ্যক রিক্সা,অটোরিক্সা,বাইসাইকেল ও মোটরসাইকেল। নগরীর বিভিন্ন পয়েন্টে প্রশাসন যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কেউ কেউ গুনছেন জরিমানা। শপিংমল,মার্কেট,দোকানপাট
বন্ধ। নগরীর সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ
বাহিনীসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যবৃন্দ দায়িত্ব পালন করছেন।