20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররোগী হয়রানির ঘটনায় রংপুর মেডিকেলে বরখাস্ত ০২ - তদন্ত কমিটি

রোগী হয়রানির ঘটনায় রংপুর মেডিকেলে বরখাস্ত ০২ – তদন্ত কমিটি

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার-

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অসুস্থ মাকে ভর্তি করাতে গিয়ে হয়রানির ঘটনায় দুইজনকে বরখাস্ত করা হয়েছে।

২০ সেপ্টেম্বর,২০২২,মঙ্গলবার দুপুরে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই কর্মচারী মাসুদ ও ঝর্না বেগমকে বরখাস্ত করা হয়। এছাড়া হয়রানির নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান জানান-হয়রানির শিকার চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।

এছাড়া হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন-হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরী এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবুল হাসান। কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। পরে এ ঘটনার প্রেক্ষিতে রমেক পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন ডা.এ বি এম রাশেদুল আমীর।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য