দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশে গিয়ে ট্রফি জিতেছে। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হৈচৈ ফেলে দেওয়া রংপুর রাইডার্স ট্রফি ট্যুরে এখন রংপুরে। বিপিএলে টানা আট ম্যাচ জিতে আসা দলটি উষ্ণ ভালোবাসায় সিক্ত হচ্ছে শহরটিতে।
দুপুর ২টার দিকে হেলিকপ্টারে আসেন রংপুর রাইডার্সের খেলোয়াড়েরা।
প্রিয় খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা দিতে হাজারো ক্রিকেটপ্রেমী আসেন রংপুর স্টেডিয়ামে। সকাল থেকে আসা দর্শকরা দুপুরে খেলোয়াড়দের পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন।
বিকেল পৌনে ৩টার দিকে খোলা বাসে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স।
এই সময় সড়কের পাশে থাকা হাজারো দর্শক হাত উঁচিয়ে অভিনন্দন জানান প্রিয় খেলোয়াড়দের।
এদিকে বসুন্ধরা গ্রুপের এমন আয়োজনে খুশি রংপুরবাসী। সামছুল ইসলাম বলেন, এই প্রথম এমন আয়োজনে আমরা খুব খুশি।
প্রিয় টিমের প্রিয় খেলোয়াড়দের কাছে পেয়ে রশিদ নামে এক ক্রিকেটপ্রেমী বলেন, আমাদের আজ ঈদের দিন।
গত ৬ ডিসেম্বর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে আসরের সব ম্যাচেই
ছবি – সংগৃহীত