20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তিতে সেবা সপ্তাহের চতুর্থ দিন

রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় বর্ষপূর্তিতে সেবা সপ্তাহের চতুর্থ দিন

২০সেপ্টেম্বর,২০২১,সোমবার রংপুর মেট্রোপলিটন পুলিশের সেবা সপ্তাহের চতুর্থ দিন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সাফল্য ও গৌরবময় সেবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতদিনের সেবা সপ্তাহ ঘোষণা করা হয়।

সেবা সপ্তাহের চতুর্থ দিনে রংপুর মেট্রোপলিটন পুলিশের ১৮টি বিটে সমাবেশ করা হয় ও সমাবেশে মাদক, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। সমাবেশে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন বিট অফিসার, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ ও সুশীল সমাজ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সুশীল সমাজ আরপিএমপি’র এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান।

অনুষ্ঠান শেষে জনগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটিতে কমপক্ষে ১০০ টি করে ফলজ ও ঔষধি গাছের চারা ছিল। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ১৬ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বৃক্ষরোপণের যে কর্মসূচির সূচনা করেছিলেন সেই স্মৃতিকে স্মরণ করে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা স্মরণ জ্ঞাপন করা হয়।

(ছবি সংগৃহীত)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য