31.7 C
Rangpur City
Saturday, March 15, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর মহানগর তাজহাট থানায় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার।

রংপুর মহানগর তাজহাট থানায় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী গ্রেফতার।

ভিকটিম মোঃ মনিরুল ইসলাম মিরান (২৩) রংপুর কারমাইকেল কলেজ, এর হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষ ছাত্র। ১৯/০২/২০২৫ খ্রি. বাসযোগে ঢাকা হইতে ফেরার পথে ফজরের আযানের সময়ে রংপুর মডার্ণ মোড়ে নেমে আজ্ঞাতনামা একই রিক্সা যোগে ভারতীয় নাগরিক সত্যম (২১) সহ মডার্ণ মোড় হতে রওনা করে কেন্দ্রীয় বাস টার্মিনালগামী পাকা রাস্তায় “আশা” নামক এনজিও এর আঞ্চলিক কার্যালয়ের সামনে সময় অনুমান ভোর ০৫.০০ ঘটিকায় আসামাত্র ভিকটিমদ্বয়ের রিক্সার সামনে তিনজন মটরসাইকেল আরোহী পথ রোধ করে হাতে থাকা গরু জবাই করা বড় ছোরা দ্বারা ভয়ভীতি দেখিয়ে ভিকটিমদ্বয়ের নিকট থাকা ০২ (দুইটি) টাচ ফোন,কাপড়ের ঘাড় ব্যাগ, মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ ৩২০০/- (তিন হাজার দুইশত) টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

ভারতীয় নাগরিক জনাব সত্যম‘কে উক্ত অজ্ঞাতনামা তিন মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন তার হাতে থাকা গরু জবাই করা ছোরা দ্বারা মাথার বাপ পাশে কপালের উপরে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং তার নিকট থাকা ০১ (এক) টি আইফোন ১৩ মিনি মডেলের স্মার্ট ফোন, একটি মানিব্যাগ, মানিব্যাগে থাকা নগদ ১২০০/- (এক হাজার দুইশত) টাকা ও ভারতীয় ড্রাইভিং লাইন্সেস পেনকার্ড, এটিএম কার্ড, কলেজের স্টুডেন্ট আইডি, জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে তারা চলে যায়। ভিকটিম এর এজাহার থানায় প্রাপ্ত হয়ে মামলা রুজু করা হয়।

মামলার ভিত্তিতে তাৎক্ষনিক ব্যাপক পুলিশি অভিযান চালানো হয় এবং ১। মোঃ আল শাহরিয়ার সাহস (২৬), পিতা-মৃত গাউছুল হক, সাং-নিউ আদর্শপাড়া, কামারপাড়া, আসামী ২। মোঃ নিলয় হোসেন তনু (২৭), পিতা-মোঃ শাহীন হোসেন, সাং-আলমনগর পীরপুর, উভয় থানা-কোতয়ালী, মহানগর রংপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।

আসামীদ্বয়ের হেফাজত হইতে ভিকটিমের লুন্ঠিত মালামাল
১। আইফোন ১৩ মিনি ১টি,
২।স্মার্ট মোবাইল ফোন ১ টি,
৩।মানিব্যাগ ১টি।
এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত গরু জবাই করা ছোরা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য