20.9 C
Rangpur City
Sunday, December 22, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর পার্কমোড় এলাকায় ভেজাল বিরোধী অভিযান

রংপুর পার্কমোড় এলাকায় ভেজাল বিরোধী অভিযান

নিজস্ব প্রতিনিধি :

০৭ আগস্ট, ২০২১,শনিবার, রংপুর নগরীর তাজহাট মেট্রোপলিটন থানা এলাকার পার্কের মোড় সংলগ্ন ঈদগাহ পাড়ায় একটি খাদ্য প্রস্তুত কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে, জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন এবং
চকবাজারে একটি মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩৮ ধারায় ১০০০টাকা অর্থদণ্ড আরোপ করেন,উক্ত দপ্তরের সহকারী পরিচালক জনাব আফসানা পারভীন।

একই সময়ে আর কে রোড সংলগ্ন একটি কনফেকশনারীতে কর্মরত কর্মচারীদের মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সিরাজুল ইসলাম ১০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন। স্বাস্থ্যবিধি না মানার দায়ে ও বিভিন্ন অনিয়মের কারণে তিনি সেখানে আরো প্রতিষ্ঠানে অর্থদন্ড আরোপ করেন।

অভিযান চলাকালীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয় কে সহযোগিতা করেন জনাব মোঃ আহসান উল হক তুহিন, সেক্রেটারি, ক্যাব রংপুর ও তাজহাট থানা পুলিশ, অপরপক্ষে সিটি করপোরেশনকে সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা সেনেটারী অফিসার জনাব মোঃ মাহবুবুর রহমান।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য