মো: ইউনুছ কবির-
পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রংপুর নগরীতে তাজিয়া মিছিল ও শোকের মাতম করেছে শিয়া সম্প্রদায়। তবে মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা ছিল।
৯ আগস্ট,২০২২,মঙ্গলবার বিকাল ৪টার পর থেকে রংপুর নগরীর শিয়া অনুসারী অবাঙালি (বিহারী) ক্যাম্প অধ্যুষিত এলাকাগুলো থেকে বর্ণিল সাজে ঢাক-ঢোল পিটিয়ে খণ্ড খণ্ড তাজিয়া মিছিল বের হয়।
এ সময় শিয়া সম্প্রদায়ের লোকজনের কণ্ঠে ছিল হায় হোসেন, হায় হোসেন মাতম। তাজিয়া মিছিলে শোকের প্রতীক হিসেবে খালি পায়ে পুরুষরা কালো-সবুজ পাঞ্জাবি-পাজামা এবং নারীরা কালো কাপড় বা বোরকা পরে অংশ নেন।
কারবালার আত্মত্যাগের ইতিহাস স্মরণে পবিত্র আশুরা ঘিরে বের হওয়া এসব মিছিল স্টেশন রোড আলমনগর, রবার্টসনগঞ্জ, বাবুপাড়া, ঘোড়াপীর মাজার, শাপলা চত্ত্বর ও গ্র্যান্ড হোটেল মোড় এলাকা হয়ে নগরীর জাহাজ কোম্পানি মোড় সড়ক প্রদক্ষিণ করে