আজ ২৬শে মার্চ ২০২৫ অনুমান ২টা পর্যন্ত তাজহাট থানাধীন মর্ডান মোড়ে ঈদু-উল ফিতর উপলক্ষে যানজট নিরসন ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থে রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব ১৩ রংপুর এর যৌথভাবে সাব-কন্ট্রোল রুম মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম উদ্বোধন করেন এবং মর্ডান মোরের বিভিন্ন পয়েন্টগুলো পরিদর্শন করেন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন*ক। জনাব এম জেড এম ইন্তেখাব চৌধুরী, উইন কমান্ডার ,অধিনায়ক র্যাব ১খ। জনাব মোঃ হাবিবুর রহমান।
উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) এবং ( ডিসি সিটিএসবি )গ। জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ ঘ। জনাব মোঃ আব্দুর রশিদ।উপ পুলিশ কমিশনার(ট্রাফিক), ঙ। জনাব মোঃ রুহুল আমীন।অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (গোয়েন্দা বিভাগ), (উপ পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) চ। জনাব, লিমন রায় ।(উপ পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (উপ পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত) ছ। শরিফুল আলম হিরু সভাপতি, মটর মালিক সমিতি রংপুর জ। ওয়াসিম বারী রাজ ।
সাধারণ সম্পাদক, মটর মালিক সমিতির রংপুর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া (১০০-১২০) জন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন আমরা প্রতিবারের ন্যায় ঘরমুখো মানুষের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন, নিরাপদ ও কোন প্রকার হয়রানি না হয় সে লক্ষ্যে পুলিশ সাব-কন্ট্রোল রুমের উদ্যোগ নিয়েছি। যাতে করে সাধারন যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। আবার ঈদ পালন শেষে যাত্রীরা নিরাপদে কর্মস্থলে পৌছাতে পারে। পাশাপাশি টিকিট কালোবাজারি বা রাস্তায় ঈদে যাত্রীদের কাছ থেকে যাতে করে অতিরিক্ত ভাড়া নিতে না পারে সেদিকেও পুলিশ ও র্যাব যৌথভাবে নজর রাখবে। বক্তাগণ তাদের বক্তব্যে যাত্রীরা নিরাপদে বাড়িতে ফেরার নিশ্চয়তা প্রদান করার লক্ষ্যে সকল প্রকার সহযোগিতা প্রদান করবেন বলে জানান। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না হয় সেজন্য সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। যদি কেহ ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করার চেষ্টা করে বা প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্ট