সাজেদুল করিম
গত বছর ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার মূল্য নিয়ে বিক্রেতাদের যেভাবে বিপাকে পড়তে হয়েছিল এবার তা একটু পরিবর্তন হয়েছে। রংপুরে চামড়ার আড়তে গিয়ে দেখা মেলে প্রচুর চামড়ার আমদানি এবং গত বছরের তুলনায় চামড়ার মূল্য বেড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে বর্তমানে ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার মূল্য প্রতি বর্গফুট ৪০-৪৫ টাকা ও ঢাকার বাইরে ৩৩-৩৭টাকা,খাসির চামড়ার মূল্য প্রতি বর্গফুট ১৫-১৭ টাকা, বকরির চামড়ার মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
রংপুরে চামড়ার আড়তে গিয়ে জানা যায়, ব্যবসায়ীরা গরুর চামড়া ক্রয় করছেন সর্বোচ্চ ৭০০ টাকা ও সর্বনিম্ন ৩০০টাকা দরে। খাসির চামড়া ক্রয় করছেন সর্বোচ্চ ২০ টাকা ও সর্বনিম্ন ১০ টাকা দরে। বকরির চামড়া ক্রয় করছেন সর্বোচ্চ ১৫ টাকা ও সর্বনিম্ন ১০টাকা দরে।
এদিকে মৌসুমি ব্যবসায়ীদের মধ্য থেকে কেউ হিসাব না বুঝেই কোরবানিকৃত গরু-ছাগলের চামড়া কিনেছেন অধিক মূল্যে। কেবল তারাই লোকসানের মধ্যে পড়েছেন। কিন্তু গরু-ছাগলের চামড়ার মূল্য বর্তমান বাজারে বিক্রেতাদের কাছে আশানুরূপ নয়।