20.9 C
Rangpur City
Monday, December 23, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুর অগ্রণী ব্যাংক এর নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

রংপুর অগ্রণী ব্যাংক এর নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

মো:সাকিব চৌধুরী,স্টাফ রিপোর্টার-

১৮সেপ্টেম্বর,২০২২,রবিবার,সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা থেকে শামীম মিয়া (২৫) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে-শামীম মিয়া রংপুর মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার আমজাদ হোসেনের ছেলে।

শামীমের ভাই শরিফুল বলেন-শামীম প্রতিদিন সন্ধ্যায় বাড়ি যেত এবং সকালে ব্যাংকে আসতো। কিন্তু গতকাল সে বাড়িতে যায়নি।

ব্যাংকের ব্যবস্থাপক আরিফুল ইসলাম বলেন- শামীম ১৭ মাস থেকে সিকিউরিটি গার্ড হিসেবে এখানে চাকরি করছেন। ১০ দিন আগে তিনি বিয়ে করেছেন। আজ সকালে শাখার লোকজন ব্যাংকে এসে দেখতে পান শামীম শুয়ে আছেন। ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় কাছে গিয়ে দেখেন, তার মুখ দিয়ে লালা ঝরছে এবং তিনি মারা গেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরো বলেন-বর্তমানে ব্যাংকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অবস্থান করছেন। তবে ব্যাংকের টাকাসহ অন্য কিছু লোপাট হয়েছে কি-না জানা যায়নি। এ ঘটনার কারণে সকাল থেকে ব্যাংকের গ্রাহক সেবাও বন্ধ রাখা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন-মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না-কি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য