রণজিৎ দাস :
বিশ্বশান্তি কল্পে ও কলিযুগে জীবের মুক্তি কামনায় রংপুরের ঐতিহ্যবাহী পালপাড়া মদনমোহন ঠাকুরবাড়ি আখড়ায় রাস উৎসব ১৮ ই নভেম্বর থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত । রাসমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মদনমোহন ঠাকুরবাড়ি মন্দিরের সভাপতি ,ডাক্তার নিখিললেন্দ্র শংকর গুহ রায়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র, মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ২০ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ তৌহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক, মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির,রতন কুমার দাস এ সময় উপস্থিত ছিলেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতুল চন্দ্র দাস ও মহিতোষ চন্দ্র দাস। অনুষ্ঠানে থাকছে ১৯ তারিখ শুক্রবার ভজন কীর্তন গান পরিবেশন করবেন কুসুম কলি। ২০ তারিখ শনিবার সনাতন বৈদিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার ধর্ম বিষয়ে আলোচনা করবেন শ্রীমৎ স্বামী সত্যানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন মাহিগঞ্জ রংপুর। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দুরন্ত বাংলা কালচার একাডেমি। মঙ্গলবার সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে নজরুল চর্চা কেন্দ্র রংপুর। বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণে। বৃহস্পতিবার কীর্তন ও ধর্মীয় আলোচনা পরিবেশন করবে ইসকন শ্রীমৎ ভক্তি প্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ।
২৬ শে নভেম্বর রাত ৯টায় থাকছে বিশেষ আকর্ষণ- মন্দির উন্নয়নকল্পে রাফেল ড্র।