মোঃ সাকিব চৌধুরী
রংপুরে দুই দিন ব্যাপী ‘সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) জেলা প্রশাসন এর আয়োজনে দুই দিনব্যাপী “সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২” এর শুভ উদ্বোধন করেন (ভার্চুয়ালী) অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এম পি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মনিরুল আলম, উপ পুলিশ কমিশনার সিটিএসবি (আরপিএমপি) আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার রংপুর মোঃ ফেরদৌস আলী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান। সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২ এর প্রথম দিনে অংশ হিসেবে রয়েছে আলোচনা সভা, সিনেমা প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।
উক্ত আয়োজনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।