28.7 C
Rangpur City
Tuesday, May 13, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে লকডাউনের ষষ্ঠ দিনেও কঠোর বিধি-নিষেধ

রংপুরে লকডাউনের ষষ্ঠ দিনেও কঠোর বিধি-নিষেধ

সাজেদুল করিম

৬ জুলাই,২০২১ মঙ্গলবার লকডাউনের ষষ্ঠ দিনেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধ করতে সাতদিনের কঠোর লকডাউনের বিধি নিষেধের ষষ্ঠ দিনেও রংপুরে প্রশাসন কঠোর অবস্থানে। লকডাউনের ষষ্ঠ দিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকালে রাস্তায় যানবাহন চলাচল তেমন দেখা না গেলেও দুপুরের দিকে কিছু সংখ্যক রিক্সা, ভ্যান,মোটর সাইকেল,সাইকেল, প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা যায়।

আবার প্রয়োজনে লোকজন পায়ে হেঁটে রাস্তায় চলাচল করছে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় তাঁদের দায়িত্ব পালনে ব্যস্ত। রাস্তায় চলাচলকারী ব্যক্তিকে যানবাহন আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। মার্কেট,শপিংমল ও দোকানপাট,দূর পাল্লার যাত্রীবাহী বাস বন্ধ আছে। প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বিধি-নিষেধ না মানার কারণে জরিমানা করছে। সেনাবাহিনী,র‌্যাব,
পুলিশ বাহিনী রংপুরের মহাসড়ক সহ বিভিন্ন স্থানে গাড়িতে টহল দিচ্ছে। সাতমাথা, মডার্ন মোড়, মেডিকেল মোড়, ধাপ চেকপোস্ট, বাস টার্মিনাল, বাংলাদেশ ব্যাংকমোড়, ডিসি মোড় সহ বিভিন্ন এলাকায় প্রশাসনের কঠোর অবস্থান দেখা যায়।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য