সাজেদুল করিম
১ জুলাই,বৃহস্পতিবার,২০২১মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই রংপুরে মহাসড়কসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে প্রশাসনের অভিযান চলছে। প্রশাসনের কঠোরভাবে তদারকির কারণে নগরের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় যানবাহন চলাচল থাকলেও তা ছিল খুবই কম। রাস্তার পাশের ও মার্কেটের দোকান-পাট সব বন্ধ ও রাস্তায় নেই কোন যানজট। গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন। সকাল থেকে নগরের সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জরুরী প্রয়োজনে রাস্তায় অল্প সংখ্যক লোকজন চলাচল করতে দেখা গেলেও প্রশাসনের কাছে কারণ দর্শাতে হয়। সড়কে চলছে। পাড়া-মহল্লার রাস্তা গুলোতে লোকজনের যাতায়াত ও অবস্থান কম দেখা যায়।
রংপুরের মডার্ন মোড়, বাস টার্মিনাল,মেডিকেল মোড়,ধাপ চেকপোস্ট,জিলা স্কুল মোড়,কাচারী বাজার,পয়রা চত্ত্বর,জাহাজ কোম্পানি মোড়,শাপলা চত্ত্বর, লালবাগ, পার্ক মোড়, সাতমাথা সহ বিভিন্ন এলাকায় পুলিশ প্রশাসনের কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সকল স্থানে প্রয়োজন ব্যতীত যানবাহন চলাচল করলে দায়িত্বরত পুলিশের সদস্যবৃন্দ বাঁধা দেয় ও অপ্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে ঘর থেক বের না হওয়ার পারমর্শ দেন।