নিজস্ব প্রতিনিধি
দেশের উত্তরাঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে । মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই উত্তরবঙ্গের প্রতি আন্তরিক।তিনি এই অঞ্চল থেকে মঙ্গা দূর করার জন্য আশাবাদ ব্যক্ত করেছিলেন ক্ষমতায় আসার অনেক আগে ।ক্ষমতায় আসার পর তিনি যেমন আমাকে নির্দেশ প্রদান করেছিলেন উত্তরবঙ্গের জন্য কাজ করার জন্য । তেমনি তিনি নিজেই আন্তরিক এ ব্যাপারে । সম্প্রতি গ্যাস লাইন এবং সরবরাহের জন্যএকটি প্রকল্পের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে মাননীয় বানিজ্য মন্ত্রি একান্ত সাক্ষাৎকারে সত্যের কন্ঠ ২৪ কে জানান। একনেকের সদস্য মাননীয় মন্ত্রি আরো জানান এই প্রকল্পের আওতায় রংপুর, সৈয়দপুর, পীরগঞ্জ ও উত্তরা ইপিজেড এবং প্রস্তাবিত নীলফামারী অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলোতে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে।
‘রংপুর, নীলফামারী ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পটির মাধ্যমেই এসব এলাকায় গ্যাস সরবরাহ করার জন্য পাইপলাইন নির্মাণ করা হবে। পাইপলাইন হয়ে গেলে বিদ্যমান ও নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য শিল্প কারখানায় গ্যাস সরবরাহ হবে ।ফলে এই প্রকল্পের মাধ্যমে এলাকায় শিল্পোৎপাদন ও কর্মসংস্থান বাড়বে। এ ছাড়া মাননীয় মন্ত্রিতিস্তাপাড়ে শিল্প কারখানা এবংরংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় করার দাবী তোলেন চলতি বাজেট অধিবেশনে। তিনি আশা প্রকাশ করেন আগামী অর্থ বছরে রংপুর মেডিকেল কলেজটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।