20.9 C
Rangpur City
Wednesday, December 25, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে মিঠাপুকুর প্রেসক্লাব'র কমিটি গঠিত

রংপুরে মিঠাপুকুর প্রেসক্লাব’র কমিটি গঠিত

মো:রিদওয়ান নুর রহমান-

পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মিঠাপুুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়।
১৩অক্টোবর,বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব ভবনে সর্বসম্মতিক্রমে শেখসাদী সরকার সভাপতি (খোলা কাগজ) ও সবুজ আহম্মেদ (যুগান্তর ও আমাদের প্রতিদিন) সাধারন সম্পাদক নির্বাচিত হন।

কমিটি গঠনের আগে প্রেসক্লাব ভবনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেখসাদী সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ কুমার গোস্বামীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

নব গঠিত কমিটির সহ-সভাপতি পদে রবি খন্দকার (ডেইলী অবজারভার), যুগ্ম সম্পাদক পদে শামীম আখতার (ইত্তেফাক ও দাবানল), কোষাধ্যক্ষ পদে হাবিবুর রহমান সোনা (সমকাল ও যুগের আলো), দপ্তর সম্পাদক পদে শাহীন মন্ডল (নয়াদিগন্ত), কার্যকরি সদস্য পদে প্রদীপ কুমার গোস্বামী (আজকের পত্রিকা ও করতোয়া), বিপ্লব রহমান (ভোরের কাগজ ও দি নিউনেশন), মনিরুজ্জামান বিজয় (প্রতিদিনের সংবাদ ও পরিবেশ), হাফিজুর রহমান মানিক (আজকালের খবর), মোতাহার হোসেন (ভোরের পাতা), আব্দুল হালিম
(দি নিউজটুডে), সনজিৎ কুমার মহন্ত (এশিয়ান টিভি) ও হাশেম মন্ডল (দৈনিক অর্জন) নির্বাচিত হন। এই কমিটি আগামী দু’বছর দায়িত্ব পালন করবে।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য