নিজস্ব প্রতিনিধি :
২৮ডিসেম্বর,মঙ্গলবার,সকাল ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসন রংপুর এর আয়োজনে ও
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ড এর সহযোগিতায় জনাব আসিব আহসান, জেলা প্রশাসক রংপুর এর সভাপতিত্বে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষ উপলক্ষে রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব টিপু মুনশি, এমপি, মাননীয় বাণিজ্যমন্ত্রী, গণপজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের ও উপস্থিত সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হওয়ার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় সংগীত চলাকালীন জাতীয় পতাকা উত্তোলন করেন ও মুক্ত আকাশে পায়রা ও বেলুন উড়ানো হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে খেলাধূলা, রাফেল ড্র, দেশাত্মবোধক গান ও নৃত্য অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জনাব মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র,রংপুর সিটি কর্পোরেশন রংপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – এ্যাডভোকেট ছাফিয়া খানম,চেয়ারম্যান, জেলা পরিষদ রংপুর। বীর মুক্তিযোদ্ধা জনাব মোছাদ্দেক হোসেন বাবলু,সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড। জনাব মমতাজ উদ্দিন আহমেদ,সভাপতি,
বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর জেলা শাখা।
জনাব এ্যাডভোকেট মো: রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর জেলা শাখা। জনাব সাফিউর রহমান সফি, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, রংপুর মহানগর শাখা। জনাব,তুষার কান্তি মন্ডল,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,রংপুর মহানগর শাখা।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের কমর্কর্তাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।