নিজস্ব প্রতিনিধি :
৩০জুলাই,শুক্রবার ২০২১সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ এর অষ্টম দিনে রংপুরে মহাসড়ক ফাঁকা থাকলেও কিছু কিছু স্থানে লোকজনের অসচেতনতা লক্ষ্য করা যায়- রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় কিছু মানুষকে মাস্ক বিহীন অবস্থায় দেখা যায়। বিভিন্ন জায়গায় পথচারীদের মধ্যেও দেখা যায় মাস্ক বিহীন অবস্থায় চলাচল করতে। ঘরে না থেকে লোকজনকে নগরীর বাইরে দুই এক জায়গায় বাজারে অহেতুক ঘুরে বেড়াতে দেখা যায়। রংপুর নগরীর ভিতরে সড়কে হালকা যানবাহন কম দেখা যায়, প্রশাসন সড়কে কঠোর বিধি-নিষেধ এর ক্ষেত্রে তৎপর। সড়কে প্রশাসনের গাড়িতে করে টহল।
কঠোর বিধি-নিষেধের অষ্টম দিন শুক্রবার থাকায় অন্যদিনের তুলনায় যানবাহন ও মানুষের চলাচল কম হলেও বিভিন্ন চেকপোষ্টে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন কারণে জরিমানা করতেও দেখা যায়। সড়কে কিছু সংখ্যক রিক্সা,অটোরিক্সা, বাইসাইকেল ও মোটর সাইকেল চলাচল করতে দেখা যায় । পুলিশ,সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যবৃন্দ বিধি-নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।