26.3 C
Rangpur City
Friday, May 16, 2025
Google search engine
Homeবিভাগীয় খবররংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নেতাকর্মীর নামে মামলা

রংপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, নেতাকর্মীর নামে মামলা

স্টাফ রিপোর্টার-

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার জনের বিরুদ্ধে মামলাটি করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়- নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভের ডাক দেয় বিএনপি।

বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জমায়েত হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা ইট-পাথর নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ অর্ধ শতাধিক মানুষ আহত হন।

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য