রংপুর মহানগর প্রতিনিধি-
দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের হত্যার অভিযোগে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ০৬সেপ্টেম্বর,বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর নগরীতে বিএনপি’র কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
এর আগে বিএনপি নেতাকর্মীরা একটি ক্ষুদ্র মিছিল নিয়ে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে আসেন। এরপর শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের গলি দিয়ে কালো পতাকা নিয়ে মিছিল বের করে নগরীর প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ গতিরোধ করে। এ সময় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের গলির মধ্যেই সমাবেশ করেন।
সমাবেশে রংপুর মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন– মহানগর বিএনপি’র আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব মাহফুজুন্নবী ডন সহ অন্যান্য নেতৃকর্মী। বক্তারা অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধা দিচ্ছে। তবে এভাবে বেশিদিন চলতে পারে না জনতার স্রোতে সব বাধা ভেসে যাবে।’
এই কর্মসূচীকে ঘিরে বিএনপি’র দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।