31.1 C
Rangpur City
Saturday, September 21, 2024
Google search engine
Homeবিভাগীয় খবররংপুররংপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে এক প্রতারণা যুবক আটক

রংপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে এক প্রতারণা যুবক আটক

নিজস্ব সংবাদদাতারংপুরে অনলাইনে পণ্য বিক্রির আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাহিদ হাসনাত সজীব নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১৩। শুক্রবার (১৪ মে) বিকেলে র‍্যাব-১৩ এর সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ১৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে। 
আটক জাহিদ হাসনাত সজীব রাজশাহীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পণ্য ডেলিভারি দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন। 
র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সামুয়েল সাংমা এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রতারক জাহিদ হাসনাত সজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে পণ্য বিক্রির মিথ্যা আশ্বাস দিতেন। গ্রাহকেরা তার ফাঁদে পড়ে অগ্রিম টাকা দিলে তিনি আত্মসাৎ করতেন। 
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ অনলাইনে পণ্য বিক্রির মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। 

News Desk
News Deskhttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য