বিশেষ প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২১, শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন “জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর”, রংপুর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে রংপুর মহানগরীর মাহিগঞ্জ বাজার এলাকায় বেলা সাড়ে এগারোটার দিকে একটি ভেজাল ও নকল বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন তিনি একটি মিষ্টান্ন তৈরীর প্রতিষ্ঠান ও দুইটি ঔষধ ফার্মেসীতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য প্রদর্শনের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২,৪৩ ও ৫১ ধারায় ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা করেন।
ক্যাব রংপুর বিভাগীয় প্রতিনিধি, মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্স ও রংপুর মেট্রোপলিটন প্রেসক্লাবের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন ।