25.3 C
Rangpur City
Tuesday, July 15, 2025
Google search engine
Homeখেলাধুলাম্যাক অ্যালিস্টার যা বললেন-রিয়ালের আগ্রহ নিয়ে

ম্যাক অ্যালিস্টার যা বললেন-রিয়ালের আগ্রহ নিয়ে

মৌসুম শেষে রিয়ালের সঙ্গে আবার চুক্তি শেষ ক্রোয়াট মিডফিল্ডার মডরিচের। আগামী মৌসুমে তাই একজন প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার দলে ভেড়াতে মরিয়া ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সংবাদ মাধ্যম দাবি করেছে, লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারকে প্রথম পছন্দ রিয়ালের।

আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ী ও লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে যাওয়া অ্যালিস্টারকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিয়ে আর্জেন্টাইন প্লে মেকারকে প্রশ্ন করা হলে তিনি জানান, তার নতুন কোন চাওয়া নেই। লিভারপুলে ভালো আছেন, সুখে আছেন।

ম্যাক অ্যালিস্টার বলেন- ‘আমি খবরটি দেখিছি, আমার কাছেও গুঞ্জনটি পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ হলো বর্তমান নিয়ে ভাবা। ক্লাবটি (রিয়াল মাদ্রিদ) আমাকে কত বেশি পছন্দ করে সেটা বিষয় না, আমি যদি এক সপ্তাহ খারাপ খেলি তারা আগ্রহ হারিয়ে ফেলবে।’

লিভারপুলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যাক অ্যালিস্টারের। কিছুদিন আগে অ্যালিস্টারের বাবা ও আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার কার্লোস অ্যালিস্টার জানান, লিভারপুল ছাড়ার কথা ভাবছে না তার ছেলে।

ম্যাকও একই সুরে কথা বলেছেন- ‘আমি লিভারপুলে ভালো আছি, কোন কিছুর অভাব নেই আমার। ক্লাবের প্রতি অগাধ সম্মান আছে এবং অন্য ক্লাব নিয়ে কিছু বলার প্রয়োজনবোধ করছি না।’ (স্পোর্টস ডেস্ক)

News
Newshttps://sotterkontho24.com/
রোড নংঃ ৫/১, বাসা নংঃ ৩৮৮, হোল্ডিং নংঃ ৪৪৫ স্টেশন রোড, আলমনগর, পীরপুর, রংপুর। মোবাইলঃ ০১৭৩৬৫৮৫৭৭৭
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

জনপ্রিয় নিউজ

সাম্প্রতিক মন্তব্য