শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী দল। সেখানে ৩৯ রানে জিতেছে মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিডএল) হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে হারিয়েছে মোহামেডান। আর তাতেই ৯ বছর ও ১১ ম্যাচ পর ডিপিএলের ওয়ানডে সংস্করণে আবাহনীর বিপক্ষে জয় পেল মোহামেডান। শেষ রাউন্ডের জয়ে আবাহনীকে ছুঁয়েও ফেলেছে তারা।
১১ ম্যাচে ৯ জয়ে দুই দলের পয়েন্ট ১৮। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১০ বল বাকি থাকতে ২৬৪ রানে অলআউট হয় মোহামেডান। জবাবে ১৬ বল আগেই আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সব মিলিয়ে ১১ ম্যাচ ও প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারল মোহামেডান। শেষবার তারা আকাশি-নীলদের হারিয়েছিল ২০১৬ সালের মে মাসে।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ঝোড়ো সূচনা করে মোহামেডান। দলীয় ৩৩ রানে ১৮ বলে ১৬ রান করে বিদায় নেন রনি তালুকদার।
এরপর ওপেনার আনিসুল হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১২৩ রানের জুটি। ৫৫ বলে ৪৮ রান করে অঙ্কন বিদায় নিলেও ১০৪ বলে সেঞ্চুরি তুলে নেন আনিসুল। দুই ছক্কা, ১৮টি চারে ১১৮ বলে ১১৪ রান করেন তিনি। এ ছাড়া মুশফিকুর রহিম ২০, মেহেদী হাসান মিরাজ ১৮ ও মাহমুদ উল্লাহ রিয়াদ ১৭ রান করেন।
শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ২৬৪ রান।
(স্পোর্টস ডেস্ক)