তামিম ইকবাল দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। পারটেক্স স্পোর্টিং ক্লাবের পর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। লিস্ট-এ ক্রিকেটে এটি তার ২৪তম সেঞ্চুরি। তার ব্যাটিং নৈপুণ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে এবং চলতি আসরে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় মোহামেডান। আল আমিন হোসেনের বলে কভারে ক্যাচ তুলে দিয়ে মাত্র ছয় বলে দুই রান করে সাজঘরে ফেরেন মিরাজ। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি মোহামেডানকে। তামিম ইকবালের অসাধারণ সেঞ্চুরির সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের দৃঢ় ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত হয়।
১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে তামিম ৯৬ বলে ৯টি চার ও চারটি ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন। সমান বল খেলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। ৩২.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।
এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৮৭ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন।
মিডল অর্ডারে তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিপর্যস্ত হয় ব্রাদার্স ইউনিয়ন। তিনি ৩১ রান খরচায় চারটি উইকেট নেন। ৫৯ বলে ৪৩ রান করা ইমতিয়াজ হোসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল। একইভাবে ৫৫ বলে ৩২ রান করা আইচ মোল্লাও তার শিকারে পরিণত হন। এছাড়া ১০ বলে ৮ রান করা সোহাগ গাজীকে বোল্ড করেন এই স্পিনার।
মিরাজও বল হাতে ভালো পারফর্ম করেন। ছয় বলে ১৬ রান করা জাহিদুজ্জামান খানকে ফেরান তিনি। ডিপ স্কয়ার লেগে তার ক্যাচ নেন নাসুম আহমেদ। রনি ২৪ রান খরচায় তিনটি উইকেট দখল করেন এবং মিরাজ পান দুটি উইকেট। (স্পোর্টস ডেস্ক)