মোবাইল ফোন মানব জীবনে যেমন নানা সুযোগ সুবিধা-সুবিধা এনে দিয়েছে, তেমনি সুযোগ-সুবিধার ভিড়ে এই ডিভাইস আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই বাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো ক্ষতিকারক তরঙ্গ বিকিরণ। মোবাইল থেকে নির্গত রেডিয়েশন শরীরের অনেক ক্ষতি করে। বিশেষ করে মোবাইল সঙ্গে থাকাকালে নানা বিপদ হতে পারে। এই সময়ে মোবাইল আমাদের একটি অপরিহার্য অঙ্গ হয়ে যাওয়ায় আমরা প্রায়ই এটি আমাদের পকেটে বহন করে থাকি।
হেলথসাইট ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি সমীক্ষায় জানা গেছে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ থেকে ব্রেন টিউমার পর্যন্ত সব ধরনের আধুনিক রোগের জন্য দায়ী মোবাইল ফোন। অস্ট্রিয়া ও মিশরের চিকিৎসক গবেষকরা তাদের গবেষণাটি সেন্ট্রাল ইউরোপিয়ান জার্নাল অব ইউরোলজিতে প্রকাশ করেছেন। সেখানে বলা হয়েছে, মোবাইলের সঙ্গে ক্রমাগত যোগাযোগ ‘ইরেক্টাইল ডিসফাংশন’ অর্থাৎ যৌন সমস্যার কারণ হতে পারে।
গবেষকরা ৬ বছর ধরে পুরুষদের দুটি গ্রুপের ওপর গবেষণা করে এই দাবি করেছেন। এতে প্রথম গ্রুপের ২০ জন পুরুষ যৌন সমস্যায় ভুগছিলেন, অন্য দিকে দ্বিতীয় গ্রুপের ১০ জন পুরুষ বলেছেন যে তাদের কোনো যৌন সমস্যা নেই।
অনেক বিশেষজ্ঞ বলছেন, মোবাইল ফোনের রেডিয়েশনের কারণে স্বাস্থ্যগত সমস্যা হয়। কারণ, আমরা যখন আমাদের পকেটে একটি ওয়্যারলেস নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত একটি ফোন রাখি, তখন শরীরকে ২ থেকে ৭ গুণ পর্যন্ত বেশি বিকিরণ সহ্য করতে হয়। এই বিকিরণ আমাদের ডিএনএ গঠন পরিবর্তন করতে পারে এবং পুরুষত্বহীনতার ঝুঁকিও বাড়ায়।
এই বিকিরণকে ক্যান্সারের কারণ হিসেবেও বিবেচনা করা হয়। এ ছাড়া হৃদরোগ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। তাই শার্টের পকেটেও মোবাইল ফোন রাখা মারাত্মক হতে পারে। কানাডিয়ান জার্নাল অব কার্ডিওলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, প্রতি সপ্তাহে অন্তত একটি কলের জন্য মোবাইল ফোন ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। (প্রযুক্তি ডেস্ক)